লকডাউনে কারো কোনো ধরণের খাদ্য সংকট হবেনা বলে জানিয়েছেন শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।তিনি সবাই কে আইন শৃঙ্খলা বাহিনীর আরোপিত বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানিয়ে শনিবার রাতে তার ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেন। পাঠকদের সুবিধার্থে নিম্নে হুবাহুব তা তুলে ধরা হলো –
আমার নির্বাচনী আসন চট্টগ্রাম ৯/নয় এর অন্তর্গত দামপাড়া ১নং গলির একজন ব্যক্তির করোনা পরীক্ষায় যেহেতু ভাইরাসের পজিটিভ রেজাল্ট এসেছে সেখানকার বাসিন্দাদের জন্য আপাতত লকডাউন আরোপিত হয়েছে৷ লকডাউনে কারো কোনো ধরণের খাদ্য সংকট হবেনা। আমি স্থানীয় নেতৃবৃন্দ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলোচনা করেছি। শুধু সবার কাছে আহবান, চট্টগ্রাম সহ দেশের সর্বত্র এখন যেই ধরনের বিধিনিষেধ আরোপিত হয়েছে এবং চলমান আছে তা যেনো আমরা মেনে চলি। দুরত্ব বজায় রেখে চলা, হাত ধোয়া, থুথু কফ নাকের ময়লা না ফেলা, হাচি কাশি শিষ্টাচার মানা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা, নামাজ, মাহফিল, দোয়া, পুজা অর্চ্চনা নিজ ঘরে করার কোনো বিকল্প নেই। আমরা যদি বিধিনিষেধ না মানি, অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা কঠিন হবে। স্বাভাবিক সামাজিক দুরত্ব বজায় রাখা ও পরিস্কার পরিচ্ছনতার অভ্যাস হয়ে গেলে এবং সংক্রমণ মাত্রা কম থাকলে, আমাদের দেশে হয়তবা দীর্ঘ ছুটি প্রয়োজন নাও হতে পারে। আসুন আমরা সরকারকে সহযোগিতা করি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবেলা ও তার পরবর্তী অর্থনৈতিক ঝুকি মোকাবেলায় ব্যবস্থা নিচ্ছেন। আতংক নয়, আস্থা রাখুন।”