সরকারী হাজী এবি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মো. আজিজুর রহমানের বহিষ্কারাদেশকে অসাংগঠনিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু। আজিজুর রহমান এখনো তার স্বপদে বহাল আছে বলেও এসময় মন্তব্য করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের এই শীর্ষ নেতা।
গত ৮ অক্টোবর সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সরকারি হাজী এবি কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদুর রহমান ফাহাদ ও সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই ইউনিটের সহ সভাপতি আজিজুর রহমানকে বহিষ্কারের কথা জানানো হয়েছিল।
কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগ ছাড়া অন্য কোন কমিটির নেতৃবৃন্দ কাউকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন না উল্লেখ করে সে সময়ে অনেকেই ওই সংবাদ বিজ্ঞপ্তির সমালোচনা করেছিলেন। এই প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু সিনিউজ অনলাইনকে বলেন, ‘ছাত্রলীগ থেকে কাউকে বহিষ্কার করার এখতিয়ার শুধুমাত্র কেন্দ্রীয় ছাত্রলীগের রয়েছে। কোন যুক্তিসঙ্গত কারণ থাকলে কোন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাকে কেবলমাত্র তার উর্ধতন কমিটি তার ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে। এবি কলেজ আমাদের জেলার একটি ইউনিট। আমরা এই ইউনিটের কাউকে অব্যাহতি দেইনি।’
- তিনি বলেন, ‘ শুনেছি সরকারি হাজী এবি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আজিজুর রহমানকে তার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছে। এই ক্ষমতা তাদের নেই। এই বিষয়ে আমরা জেলা ছাত্রলীগ কিছু জানিও না। আজিজুর রহমান তার স্বপদে বহাল আছে।’