চট্টগ্রামের ৯ নম্বর উওর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আলমগীর আর নেই। রবিবার(২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত বেশ কিছুদিন ধরে তিনি ওই হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলনে। এর আগে সংকটাপন্ন অবস্থায় তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কোন উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম ফিরিয়ে আনেন পরিবারের সদস্যরা।
এস এম আলমগীর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য নেওয়াজ খান সিনিউজ অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এস এম আলমগীর ভাই আমাদের এলাকার সত্যিকারের একজন অভিভাবক ছিলেন। বয়সে প্রবীন হয়েও তরুণদের নিয়ে সংগঠন পরিচালনায় তিনি অতুলনীয় দক্ষতার প্রমান রেখেছিলেন।